অনুবাদ কবিতা গদ্য

মরমীকাব্য | সন্ত জ্ঞানেশ্বর : সাধক ও কবি | সৈয়দ তারিক | তীরন্দাজ অনুবাদ

নয়ন ভরে দেখলাম তার রূপ,
সখী, এতেই পেয়েছি পরম সুখ।
সেই তো আমার সুন্দর বিঠ্ঠল,
সেই তো আমার সুন্দর বিঠ্ঠল।

যেমন কাছের বস্তুকে দেখা যায় স্পষ্ট করে,
তেমনি আত্মরূপকে জানতে হয় অন্তরে।
আত্মাকে চিনে সংসারের পথ সহজ করো,
এটাই তো প্রকৃত জ্ঞান।

হরি নামে ডাকো, হরি নামে ডাকো,
পুণ্যের হিসাব কে আর রাখে?
জঙ্গলে যেতে হবে না মিছিমিছি,
সুখেই আসেন ঘরে নারায়ণ।

জ্ঞানদেব বলেন, আত্মাই তো ঈশ্বর,
সকল প্রাণের মাঝে সে সদা বিরাজমান।

জগতটাই আমার ঘর,
যার বুদ্ধি এমন স্থির
তার আর কোনো ভয় থাকে না,
সে-ই তো পরব্রহ্ম হয়ে ওঠে।

কাম, ক্রোধ, মদ, মাৎসর্য –
এগুলোই তো সকল সংসারের সার।
সেখানে যখন তোমাকে দেখি দুচোখ ভরে,
তোমারই বিচিত্র রূপ ধরা পড়ে।

চোখ বুজে দেখি, হরি বিঠ্ঠল (দেবতা)।
তাঁর রূপ পবিত্র, সকলের জন্য।
তাঁর নাম গাই মুখে, বিঠ্ঠল।
তাঁর ভাব পবিত্র, সকলের জন্য।

হরির নাম জপো মন, রাখো হৃদয় তাঁর পায়ে,
দুঃখ-দারিদ্র্য দূর হবে, শান্তি পাবে তুষ্ট হয়ে।
জগৎ মায়ার বন্ধন, ছিন্ন হবে নামের জোরে,
জ্ঞানদেব বলে, হরির কৃপায় মুক্তি মেলে ঘরে ঘরে।

শিব আর শক্তি একই রূপ, যেমন সূর্য আর তার আলো
দুই নয়, একই সত্তা – তবু মায়ার পর্দায় ঢাকা মনে জাগে বিভ্রম।
চন্দ্র যেমন পানিতে ফেলে প্রতিচ্ছবি, তেমনি জীব ব্রহ্মের ছায়া;
জ্ঞানদেব বলে, জ্ঞানের আলোয় মিলিয়ে যায় মায়া।

১০

হৃদয়ে হরির নাম জাগে, মন মগ্ন তাঁর ভাবে,
আনন্দের স্রোতে ভেসে যায়, দুঃখ হারিয়ে যায় তাঁর নামে।
তাঁর কৃপার অমৃতধারা পান করে জীবন হয় পূর্ণ,
জ্ঞানদেব বলে, ভক্তির পথে চলে হৃদয় হয় দিব্য শুদ্ধ।

১১

মনের মন্দিরে হরি বসে আছেন, প্রেমের দীপ জ্বালো তুমি,
জ্ঞানের নৌকায় চড়ে পৌঁছে যাও তাঁর কাছে।
নামের মালা গাঁথো হৃদয়ে, দুঃখ-কষ্ট হবে দূর,
জ্ঞানদেব বলে, হরির কৃপায় জীবন হয় পবিত্র ও পূর্ণ।

১২

নদীর স্রোতে হরির নাম, পাহাড়ে তাঁর ধ্যানের মগ্নতা,
গাছের পাতায় তাঁর মহিমা, আকাশে তাঁর চিরন্তন বিন্যাস।
জীবন যেন তাঁরই গান, প্রতিটি নিঃশ্বাসে তাঁরই ছায়া,
জ্ঞানদেব বলে, হৃদয় খুলে দেখো তাঁর নিবিড় মায়া।

১৩

আত্মা ব্রহ্মেরই প্রতিচ্ছবি, মায়ার পর্দায় ঢাকা পড়ে থাকে,
জ্ঞানের তলোয়ার ধরো হাতে, ছিন্ন করো অজ্ঞানতা।
হৃদয়ে জ্বালো আলোর দীপ, দেখো তাঁর চিরন্তন রূপ,
জ্ঞানদেব বলে, ব্রহ্মে মিলে যাও, হয়ে থেকো না মায়ায় কূপ।

    Leave feedback about this

    • Rating

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field