কবিতা বিশেষ সংখ্যা

বৈশাখে | নাহিদ ধ্রুব | কবিতা | তীরন্দাজ নববর্ষ সংখ্যা

Nahid

তীরন্দাজ নববর্ষ সংখ্যা

কোথায় যে যায়, শালিকের দল জোড়ায় জোড়ায়
সকাল বেলায়
ঘুম ভেঙে দেখি হাওয়া চঞ্চল, কে যেন রাঁধছে
মাটির চুলায়
তার থেকে দূরে, একফালি মেঘ সূর্যকে দেখে,
মুখখানি ঢাকে
কতো না রঙের ফুলগাছ গুলো সেজেছে ভীষণ
ছায়াদের ফাঁকে
সবুজ ক্ষেতের আল ধরে হেঁটে, যাচ্ছে কোথায়
গ্রামের মোড়ল?
ছেলেপেলে তার সাথে সাথে যায়, দেখে মনে হয়
কতো না আপন
জেলে বাড়িতেও ডুগডুগি বাজে নদীতে তখন
গান ধরে মাঝি —
যাত্রা দেখতে বউঝি চলেছে, কর্তা ধরেছে
হাউজিতে বাজি
এদিকে তখন মনু ময়রার দোকানে এসেছে
পিঁপড়ের ঢেউ,
মাটির হাড়িতে ছানা-সন্দেশ, রসগোল্লাও
নিচ্ছিল কেউ
বায়োস্কোপের নেশা কাটে নাই নাগরদোলাও
হাসিমুখে ডাকে
শুনছি ঘোড়ার গাড়ির শব্দ মনের ভেতর
এমন বৈশাখে

    Leave feedback about this

    • Rating

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field