কোনো লেখক নিরপেক্ষ নন | মাসুদুজ্জামান অনূদিত থিয়োঙ্গোর সাক্ষাৎকার | তীরন্দাজ থিয়োঙ্গো সংখ্যা
তীরন্দাজ থিয়োঙ্গো সংখ্যা নগুগি ওয়া থিয়োঙ্গো ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন। তিনি দর্শকদের দ্বারা উপচে-পড়া জোহানেসবার্গের একটা অডিটোরিয়ামের পোডিয়ামে এসে দাঁড়াতেই উপস্থিত সবাই দাঁড়িয়ে বিপুল করতালি দিয়ে তাঁকে সংবর্ধনা দেন। তারা গলা চড়িয়ে বলতে থাকেন- নগুগি! নগুগি! নগুগি!পঞ্চাশ বছর আগে বেরিয়েছিল Weep Not, Child; পূর্ব আফ্রিকার কোনো লেখকের ইংরেজিতে লেখা প্রথম উপন্যাস। সেই উপন্যাসের লেখক