কল্পলোকে ঠাকুরবাড়ি | শিল্পী নাজনীন | ছোটগল্প | তীরন্দাজ নববর্ষ সংখ্যা
তীরন্দাজ নববর্ষ সংখ্যা বাড়িটা নিঝুম। সন্ধ্যার ছায়া ছায়া অন্ধকারে দাঁড়িয়ে একাকী ভিজছে| কাঁদছে কি? কার শোকে? না কি আমারই কল্পবিলাসী মন বৈশাখের এই ছায়াঘন অন্ধকারে বাড়িটাকে অচিন কোনো শোক-সায়রে কল্পনা করে ভাসতে চাইছে বিষণ্ণ এক বোধে? একটু আগের ঝুম বৃষ্টিটা ধরে এসেছে প্রায়| হালকা বাতাস বইছে, দারুণ শীতল| গ্রীষ্মের খরতাপে পুড়তে থাকা প্রকৃতি ভীষণ শান্ত
