রোদের আতর | ইসমত শিল্পী | কবিতা
সুগন্ধি ফুরিয়ে গেলেরোদের আতর মাখে গাযমুনা শুকায়বালুনদী ভেসে যায় গঙ্গায় তোমার হাতের ভিতরে হাতমধ্যমায় মেন্থলআকুল বিকেলপদ্মপুটে পা শামুকে সাঁতার কাটে জলপৃথিবী আদৃত পথে নিলাভ কস্তুরী নীরবে কাঁদে তুমি কি পথে আসো না কখনো? রোদের আতর ছুঁতে আসো না জংলায়? কি আছে রোগাক্রান্ত জানালায়?কি আছে মৃগয়ামন্থন পানসে আলোয়!ঘরে এবং ঘুমে…! কি আছে ওখানে!
