আবার শুরু… | সম্পাদকীয়
মানুষের বলবার কথা হচ্ছে শব্দস্রোত। অনুভবে আর অভিজ্ঞতায় ভাস্কর্যময়। আনন্দ-বিষাদ-রক্ত-স্বেদ-ক্লান্তিতে আলোকময়। শব্দের এই সুরম্য ভুবন গড়ে তোলেন লেখক। তার দ্যুতি প্রথমে আমাদের চোখে পড়ে, তারপর হৃদয়ের গহনে শিশিরের শব্দের মৃদু ছোঁয়ায় বিমুগ্ধ করে। লেখা মানে জীবন্ত পুড়ে খাক হয়ে যাওয়া, লেখা মানে ছাইয়ের ভেতর নতুন করে জন্মানো – কবি ব্লেজ সাঁদ্রারস তো এই রসময়তার দিকেই
