কবিতা

নিশি পাওয়া | রথো রাফি | তীরন্দাজ কবিতা


চাঁদ এ জন্য সুন্দর যে
সে সব সময় সর্বহারার
রাত্রিকালীন প্রদীপ

সব সময় সে
আলো দেয় অন্ধকারে

নিঃসঙ্গ কুপির মতো
রাতভর
আর কেউ জ্বলে না

চাঁদ কখনও তবু বলে না
তার কোনো আলো নেই

বরং ঘুমিয়ে পড়লে
ভিক্ষুক কিংবা টোকাই

তাদের ময়লা গায়েই
সারাক্ষণ সর পড়তে থাকে
কোমল জোছনার

২.

টোকাই ও ভিক্ষুকের বাতি চাঁদ

অন্ধকার আকাশে
জ্বলে আর জ্বলে

কেউ তাকে জ্বালে না
শোয়ার আগে
নেভায় না কেউ
পরিস্কারও করে না

ধুলামাখা ময়লা জামায়
শুধু সর পড়ে সারারাত
মূল্যহীন জোছনার

যাতে মুগ্ধ শুধুই কবিরা
সকলেই বলে
ওরা কি আদৌ মানুষ

মধ্যবিত্ত ও ধনীরা চাঁদকে
কেন যে ঘরের বাইরে রাখে

৩.

চাঁদ এ কারণে সুন্দর যে

সে কারোই নয়

এমনকি কেউ কাউকে
দিতে পারে না উপহার

কিন্তু জোছনা পাবে তুমি
আকাশে থাকে যদি সে

কিন্তু ঠিক অন্ধকারেই
দাঁড়াতে হবে তোমাকে

নিষ্পাপ কালো ছায়ার মতো

৪.

ধনী আর মধ্যবিত্ত
কাকে বলি যারা কিনে আনে
চাঁদ ও তারা
দেয়ালে ও ছাদে টানায়

আর শিশুকে গান শোনায়
টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার
হাউ আই ওয়ান্ডার
হোয়াট ইউ আর
কিন্তু নিজে গায় না শিশুও
গাওয়া ঠিক নয় ভাবে

চাঁদ তারাকে তারা
সবসময় দেয়াল ও ছাদের
বাইরে ফেলে রাখে

আর ক্বচিত কখনও
ছাদে ওঠে
চাঁদ দেখতে নয়
ঈদের আমেজ পেতে

অর্থ-দৃষ্টি অন্ধ করেছে তাদের

জোছনা সবার জন্য
তবু তারা প্রকৃত জোছনাহীন

৫.

সবচেয়ে ঋণী হয়েও
ভিক্ষুকদের কখনও
চাঁদের যত্ন নিতে হয় না

৬.

যা কখনও নিজের নয়
তাই সব সময়
বিলিয়ে বেড়ায় চাঁদ

৭.

চাঁদের চিমনি কখনও ময়লা হয় না

৮.

আয় আয় চাঁদ মামা বলে
জীবনের শুরু হয়েছিলো

যুদ্ধের ময়দানে পড়ে থাকা সেনা
টের পায় না চাঁদ নির্বিকার আলো
ঢালছে তারও মাথার ওপর

৯.

জোছনা লেগে কেমন
চকচক করছে ধাতব তলোয়ার

১০.

ধরবে বলে ঝাঁপিয়ে পড়লো সে
আর ভেসে উঠলো না

ওদিকে নির্বিকার ভেসে গেলো চাঁদ
তার সাথে নেই হয়ে গেলো
গোলাকার সোনার ছবিটা

তার পিপাসা গুনগুন করছে
শীত শীত বাতাসে আর
জলের অন্ধকার জগতে

যখন তারারা পরস্পর দেখছে নিজেদের

    Leave feedback about this

    • Rating

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field