কবিতা বিশেষ সংখ্যা

সমস্যা কি ‘বাংলামি’তে! | হিমাদ্রি হাবীব | কবিতা | তীরন্দাজ নববর্ষ সংখ্যা

Himadri

আরেব্বাবা! সায়েন্স ঝাড়ে সংক্ষুব্ধর নাতি এবং হিংসুটে এক জাতি!
তোমার প্রিয় উটের ছবি; আমার না হয় হাতি!
হঠাৎ কবে দক্ষ হলে বাংলা ব্যাকরণে এবং সূক্ষ্ম প্রয়োজনে?
সমস্যা কি ‘বাংলামি’তে! সমস্যা তো মনে!
সমস্যা তো আলপনাতে! সমস্যা তো ফুলে এবং ময়না ও বুলবুলে!
আশ্চর্য! কবে হলে আরব-বাউণ্ডুলে?
আমার বনে বাঘই থাকে, লক্ষ্মী পেঁচার জোড়া; তাদের কী সুন্দর ওড়া!
তোমার প্রিয় আলিফ-লায়লা, অ্যারাবিয়ান ঘোড়া!
বেজার তুমি রং-তুলিতে? বৈশাখী মঙ্গলে? আছো রাজনৈতিক গোলে?
সমস্যা তো ইচ্ছাকৃত ঘোলে ও অম্বলে!
থাকুক তোমার দুম্বা-গাজেল, পাথর-পাথর ঢিল এবং থাকুক আবাবিল
আমার দেশে হয় না ওসব; আমার দেশে চিল।
তোমার প্রিয় গুহা-পাহাড়, মরিয়মের ফুল এবং মজলিসে-মশগুল;
আমার প্রিয় কৃষ্ণচূড়া, শঙ্খ-শাঁখের দুল।
লালন আমার পূর্বপুরুষ, হাছন আমার গান এবং মাটিই আমার ঘ্রাণ
কেউ এখানে গোসল করে; কেউবা করে স্নান।
শাড়িই আমার নারীর পোশাক, প্রিয় পল্লীগীতি এবং উৎসবই ‘রীতি’
কোন কারণে গিলে খাবা আমার সংস্কৃতি?
হংসমিথুন, তবলা-ঢোলক, এই নিয়ে যায় দিন; আমার নেইতো আলাদিন!
হঠাৎ তুমি আমার মধ্যে আরব বেদুঈন!
তাই সমস্যা আলপনাতে? কৃষ্ণচূড়া ফুলে এবং সমস্যা তো মূলে!
থাকুক তোমার বিচিসুদ্ধ খেজুর দুটি ঝুলে!

    Leave feedback about this

    • Rating

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field