কবিতা বিশেষ সংখ্যা

অবরুদ্ধ সময়ের মাছ | কবিতা | জব্বার আল নাঈম | তীরন্দাজ নববর্ষ সংখ্যা

Jabber

প্রায়ই ভাবি,
জলাশয় অথবা ছোট একটি পুকুরের
তলদেশে লুকিয়ে থাকা মাছ
অথচ চারপাশে বরশিঅলারা
লোভের ব্যাকরণ মেলে বসে আছে!

পূণরায় ভাবি,
একটি বনে অতিসুন্দর জেব্রা অথবা হরিণ
তবু আমাকে ধরতে ওঁৎ পেতে আছে
নিয়ম মানা সভ্যতার শক্তিশালী সিংহ!
যার হাতে থাকে ধাতব স্নাইপার!

    Leave feedback about this

    • Rating

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field