তিনটি কবিতা | নাহিদ ধ্রুব | তীরন্দাজ কবিতা
তীরন্দাজ কবিতা এই ঘ্রাণ তুমি পাও, আমিও তো পাই —যৌথ কবরের মাঝে সম্পর্কের ছাইওড়ে আর উড়ে যায়, ধরতে কী পারি? প্রিয় কুটুমের মতো প্রিয় কুটুমের মতো, কোন কোনদিন দুঃখ আসে।ঝরা পাতাদের মতো উড়ে আসে উদ্বাস্তু বাতাসেযখন সংসারী আমি, গুছিয়ে নিয়েছি সবকিছু —চাঁদ দেখে সাজি অন্ধ, করে থাকি মাথা আরও নিচুবিছানায় শুয়ে শুয়ে করি ঘুমায়ে থাকার