বেড়াল ও ব্লাউজ | সুমন মজুমদার | তীরন্দাজ ছোটগল্প
তীরন্দাজ ছোটগল্প পৃথিবীর কোথায় কোনখানে কি ঘটছে তাতে আমার কি? খুন, জখম, ধর্ষণ, হাসি, বেদনা, ভালোবাসা, প্রার্থনা, অপেক্ষা, আগ্রাসন, ধ্বংস কতকিছুই তো হচ্ছে নিয়ত। তাতে আমি এত উদ্বিগ্ন হবো কেন! কে কলঙ্কিত হলো আর কে পুরষ্কৃত, কে পতিত অথবা কার উত্থান; তাতে আমি কি করবো? কারা ক্ষণ গুণছে মৃত্যুর আর কারা উজ্জীবিত, কাদের কাদের কোন