অনন্য শিল্পী কাইয়ুম চৌধুরী | জাহিদ মুস্তাফা | গদ্য
অনন্য শিল্পী কাইয়ুম চৌধুরী শেষ পর্ব জয়নুলে মুগ্ধতা জয়নুল আবেদিনের ড্রয়িং প্রথমে আকৃষ্ট করে কাইয়ুম চৌধুরীকে, তখন তিনি স্কুলের ছাত্র। কলকাতা থেকে প্রকাশিত দৈনিক আজাদ, সাপ্তাহিক মিল্লাত প্রভৃতি পত্রিকায় প্রকাশিত ড্রয়িংয়ে শ্রমজীবী মানুষ ও বাংলার প্রকৃতির এমন সুন্দর ছবি সৃষ্টি হতো যা তাঁর মন কেড়ে নিত। রেখার পরিমিত ব্যবহার ও তুলির সাবলীল গতির মধ্যে দূর



