ফরহাদ নাইয়া | কবিতাগুচ্ছ | তীরন্দাজ নববর্ষ সংখ্যা
তীরন্দাজ নববর্ষ সংখ্যা [কিছু কবিতার নাম আছে, কিছু কবিতার নেই। ইচ্ছের কথা আমাদের জানিয়েছেন ফরহাদ নাইয়া। আমরা সেভাবেই প্রকাশ করছি।]সারাদিন শুয়ে ছিলাম তোমার না থাকার উপরে। তুমি যে নাই, বলে নাই কেউ। আমি বিশ্বাস করেছি। ঢাকায় যার কেউ নাই তারও আছে কা কা। এরকম এক কা কা র কাছে বেড়াতে গিয়ে আর ফিরে আসিনি। মা
