শাঁওলী মিত্র | শরণ ও স্মরণ | শিল্পকলা
শূন্য দিয়ে গুণ কর, সব পূর্ণ শূন্য হয়ে যায়সেই শূন্যতাই আমি উপহার দিতে চাই তাকে। শঙ্খ ঘোষের মৃত্যুর পরে এই লেখাটি লিখেছিলেন শাঁওলী মিত্র তিনি চলে গেলেন। সারা জীবন বেঁধে বেঁধে থাকার প্রবল বাসনা নিয়েই অনেক অসুস্থতা সত্ত্বেও প্রবলভাবে বেঁচেছিলেন। কোথায় কী হচ্ছে, কেমন করে হচ্ছে তা জেনে নেবার সুতীব্র আকাঙ্ক্ষা। অতীব অসুস্থতা নিয়েও গত


