Site icon তীরন্দাজ

ঘর ও বাহির | শেলী নাজ | কবিতা | তীরন্দাজ নববর্ষ সংখ্যা

Rahul

তীরন্দাজ নববর্ষ সংখ্যা

তোমাদের ঘর লাগে, বাহিরও, ঘটি ও পুকুর
যে জীবন পাশাখেলা শেষে ধস্ত, ধুলোবিজড়িত
এমন অপার দিনে, পাড়হীন কিনারাবিহীন
তার আছে কেবলই লাঞ্ছনার গান শোণিতে বাহিত

ও সে কলঙ্কিনী, তৈরি রাখো একশ চাবুক
নীলরতিজ্বলা পাপ ও লিবিডোতাড়িত পুরুষ
রাধা রাধা বলে মধুমন্থনের পর ফিরে গেছে
অপত্যস্নেহের কাছে, নিজ রমনীতে,তুমি
তোমারই ধ্বংসাবশেষ হাতে
খুঁজেছ তৃষ্ণায় একফোঁটা শিশিরের মন,
কাঠফাটা দিনে
পান করেছ নিজেরই অশ্রু, রক্ত, বিবমিষা

সবুজ জলকামান পোড়ে মন খারাপের জ্বরে
যার ঘর নাই, আর বাহিরও, সে যাবে কোথায়

এই সন্ধ্যা তাকে নিয়ে যাবে বলো কোন সরোবরে?

Exit mobile version