Site icon তীরন্দাজ

ঢাক | আকিব শিকদার | ছড়া | তীরন্দাজ নববর্ষ সংখ্যা

Rahul

তীরন্দাজ নববর্ষ সংখ্যা

ঢাক বাদক!
বাজাও তোমার ঢাক-
বটতলাতে এসেছে বৈশাখ।

তোমার ঢাকের সপ্তমধুর তাল
আনুক ডেকে নতুন দিনের শুরু
পুরনো সব জীর্ণতা আর আবর্জনার পাল
এক নিমেষেই হোক না উরুউরু।

ঢাক বাদক!
রাখো হাতে কাজ-
ঢাক বাজানোর সময় এলো আজ।

ভাবুক সবাই কালবোশেখির কাল
বজ্র বুঝি ডাকছে গুরুগুরু
ঘুমিয়ে যারা রইল চিরকাল
হৃদয় তাদের কাঁপুক থরোথরো।

ঢাক বাদক!
দুঃখের নিপাত যাক-
সুখ সমুদ্রে জোয়ার তুলুক ঢাক।

Exit mobile version