মৃত্যুহীন | রাহুল সিনহা | কবিতা | তীরন্দাজ নববর্ষ সংখ্যা
তীরন্দাজ নববর্ষ সংখ্যা
মৃত্যুহীন
তুমি সব ফুল পায়ে দলে ফেলতে পারো, কিন্তু বসন্তকে কী করে ঠেকাবে? একদিন সব গিটার হয়ে উঠবে উদ্ধত রাইফেল। একদিন নতুন করে লেখা হবে ৯/১১-র সেই ইতিহাস, কমরেড সালভাদর আয়েন্দের জন্য বুলেটের বদলে ঝরে পড়বে গোলাপ, একদিন বিশ্বজুড়ে ফুটবে আগুনে লাল ফুল ভিক্তর জারা গেয়ে উঠবেন আগামীর গান।
তুমি ভেঙে দিতে পারো সবকটা হাসপাতাল, বোমায় গুঁড়িয়ে দিতে পারো স্কুল। জল, খাবার আর বিদ্যুৎহীন অসহায় শিশু কুঁড়িদের পাঠাতে পারো গাজার রক্তাক্ত গণকবরের নিচে। কিন্তু কী করে থামাবে অনিঃশেষ জীবন? তোমাদের মিসাইল আর কার্পেট বোমার ফাঁকে ফের মাথা তুলবে সবুজ, আবারও হবে, বারবার ইন্তিফাদা, আর দারবিশের কলম থেকে উপচে পড়া কালি, রক্ত আর কান্নার মধ্যেই আরেকবার জেগে উঠবেন মৃত্যুহীন কমরেড ইয়াসের আরাফাত।