Site icon তীরন্দাজ

শামীম হোসেন | তিনটি কবিতা | তীরন্দাজ কবিতা

তীরন্দাজ কবিতা

চোখের কুণ্ডলীর ভেতর জলের অগম্য ঘূর্ণির তোড়ে
ঘুরতে থাকে পানাফুল, ঘুরতেই থাকে…

এক ঘোরগ্রস্ত গুপ্ত আদি-রেখায়
ফুটে ওঠা ঘূর্ণনে গতির নিয়তি

জল থেকে জলের মানুষ জ্বলে উঠতে উঠতে
ঘটে তার প্রসন্ন প্রস্থান…

নিষ্ফলা জংশনে নিশ্চল গাছের তলায়
ঝরাপাতা জমিয়ে রাখে এক অচেনা লোক
পেশি টান, জটাধারী, গৃহচিহ্ন ভুলে
জোছনায় ঢুকে পড়ে গাছের মূলে

ঝরা শিউলি কুড়িয়ে প্রতিদিন ভোরে
অর্ঘ্য দেয় নিজের পা-হারা প্রতিরূপে…

‘তোমার হাসি সামান্য বাতাসেও
নড়ে না। তুমি হাসতে জানো না।’
আলোর মৃদু উজ্জ্বলতা মেখে
আরক্ত নত হয়ে বলল সে।

কাচের ওপারে পৃথিবী গলছে
বাণিজ্যিক হাসির সর্বনাশে।

Exit mobile version