Site icon তীরন্দাজ

কবর | মুজিব মেহদী | কবিতা

সোনার খনিতে যারা কাজ করে
পরতে পারে না তারা সোনার গহনা
সোনার খনিতে যারা চাপা পড়ে
দামি নয় তারা মোটে সোনার মতোন

তবু দেখো মারা গেছে যারা আজ সোনার খনির ধসে
তাদের হয়েছে ভরা সোনার কবর

Exit mobile version