Site icon তীরন্দাজ

রোদের আতর | ইসমত শিল্পী | কবিতা

সুগন্ধি ফুরিয়ে গেলে
রোদের আতর মাখে গা
যমুনা শুকায়
বালুনদী ভেসে যায় গঙ্গায়

তোমার হাতের ভিতরে হাত
মধ্যমায় মেন্থল
আকুল বিকেল
পদ্মপুটে পা

শামুকে সাঁতার কাটে জল
পৃথিবী আদৃত পথে নিলাভ কস্তুরী নীরবে কাঁদে

তুমি কি পথে আসো না কখনো?

রোদের আতর ছুঁতে আসো না জংলায়?

কি আছে রোগাক্রান্ত জানালায়?
কি আছে মৃগয়ামন্থন পানসে আলোয়!
ঘরে এবং ঘুমে…!

কি আছে ওখানে!

Exit mobile version