সাহিত্য সংবাদ
হাসনাত আবদুল হাই আজীবন সম্মাননায় ভূষিত
গতকাল ৪ জুলাই শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের হলরুমে হয়ে গেল ব্র্যাক-সমকাল সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান। ছুটির দিনে আষাঢ়ের সজল মনোরম সন্ধ্যায় সেখানে জড়ো হয়েছিলেন বেশ কিছু লেখক এবং পুরস্কারপ্রাপ্ত ৪ লেখক।
ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কারের ১৩তম আসরে এবার আজীবন সম্মাননা পেলেন বিশিষ্ট কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই। তাঁর দীর্ঘ ছয় দশকের সমৃদ্ধ সাহিত্যকর্ম এবং সাহিত্যযাত্রাকে সম্মান জানিয়ে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

এ ছাড়া সাহিত্যের অন্য তিন শাখায় পুরস্কার পেয়েছেন তিন লেখক। আমিনুল ইসলাম ভুইয়া তাঁর ‘প্লেটো প্রবেশিকা’ গ্রন্থের জন্য পেয়েছেন আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ শ্রেণির পুরস্কার। ‘আমাদের পরাবাস্তব টাউনের দিনরাত্রি’ গ্রন্থের জন্য ধ্রুব এষ পেয়েছেন কবিতা ও কথাসাহিত্য বিভাগের পুরস্কার। উম্মে ফারহানা ‘টক টু মি’ আখ্যানের জন্য অর্জন করেন তরুণ সাহিত্যিক পুরস্কার।
দেশের লেখক, কবি, অনুবাদক, শিক্ষাবিদ, রাজনীতিক, ব্যবসায়ী এবং সাহিত্যপ্রেমী মননশীল মানুষের উপস্থিতিতে এই আয়োজন রূপ নেয় সাহিত্য-মিলনমেলায়। গতকাল দেওয়া হয় ২০২৩ সালে প্রকাশিত গ্রন্থের জন্য ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার। করোনার কারণে দু’বছর এই পুরস্কার দেওয়া সম্ভব হয়নি। ২০২৬ সালে একসঙ্গে দেওয়া হবে ২০২৪ ও ২০২৫ সালে প্রকাশিত গ্রন্থের ওপর পুরস্কার।
হাসনাত আবদুল হাইয়ের প্রতিক্রিয়া
আজীবন সম্মাননা পুরস্কার গ্রহণ করে হাসনাত আবদুল হাই বলেন, এ পুরস্কারপ্রাপ্তি নিঃসন্দেহে আনন্দ ও গৌরবের। পঞ্চাশের দশকে ছাত্রাবস্থা থেকে যখন লেখালেখি শুরু করেছিলাম তখন সেটি ছিল শখের জন্য। পরে লেখালেখি শুরু করলাম দায়বদ্ধতা থেকে। এই দায়বদ্ধতা সমাজ, রাষ্ট্র, দেশ ও মানুষের প্রতি আমার দায়বদ্ধতা। লেখক হিসেবে যা কিছু অর্জন, তা আমার একার সফলতা নয়। হাসনাত আবদুল হাই তাঁর বাবা-মা, প্রয়াত স্ত্রী ও পুত্রবধূর কথা স্মরণ করে বলেন, পাঠক আছে বলেই বই ছাপা হয়। আমরা লিখে যেতে পারি।
নব্বই ছুঁইছুঁই হাসনাত আবদুল হাই বলেন, দীর্ঘ জীবনের অধিকারী হওয়া অনেক আনন্দের। আবার অনেক কষ্টেরও। অনেক স্বজনকে চলে যেতে দেখেছি। শোক সইতে সইতে পাথর হতে হয়। কিন্তু নিজেই বললেন, তিনি চলে যেতে চান না। কবির ভাষায় শক্ত উচ্চারণ তাঁর– ‘যেতে পারি, কিন্তু কেন যাব?’ না যাওয়ার কারণ হিসেবে তিনি বললেন, অনেক বই সংগ্রহ করেছেন, সেগুলো পড়ে যেতে যান। আর মা-হারা ১০ বছর বয়সী নাতির সঙ্গে তিনি কাটাতে চান দীর্ঘ সময়। কবিতার ভাষায় নাতিকে উদ্দেশ করে বললেন, তোকে দেব আমি আমার ছেলেবেলা।
অন্যদের প্রতিক্রিয়া
তিনি আরও বলেন, এ দেশে লেখকদের খুব একটা সম্মান দেওয়া হয় না। আপনারা পুরস্কার দিয়ে আমার লেখাকে আলোতে আনার যে উদ্যোগ নিয়েছেন, সেজন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
কিছুটা নিভৃতচারী ও লাজুক স্বভাবের ধ্রুব এষ পুরস্কার গ্রহণ করে ডায়াসের সামনে দাঁড়িয়ে দুই শব্দে শুধু বললেন, ‘আমি খুশি।’
তরুণ লেখক উম্মে ফারহানা পুরস্কার গ্রহণ করে বললেন, সবার উৎসাহ অনুপ্রেরণায় লেখা শুরু করেছিলাম। এ পুরস্কারপ্রাপ্তির পর এখন শিক্ষকতার পাশাপাশি নিজেকে লেখক হিসেবেও পরিচয় দিতে পারব। সারাজীবন লিখে যেতে চাই।
সমকালের উপসম্পাদক মাহবুব আজীজের সঞ্চালনায় অনুষ্ঠানের আলোচনায় উঠে আসে সাহিত্য, সংস্কৃতি এবং সমাজের প্রতি দায়বদ্ধতার কথা। অনুষ্ঠানে জানানো হয়, এবারের প্রতিযোগিতায় সাহিত্যের তিনটি বিভাগে ৪৬৭টি বই জমা পড়েছিল। সেখান থেকে প্রাথমিক বাছাই শেষে ১৮টি গ্রন্থ বিচারকমণ্ডলীর বিবেচনার জন্য নির্বাচিত হয়।
জুরি বোর্ডে ছিলেন সাহিত্যিক বেগম আকতার কামাল, গবেষক ড. ফয়জুল লতিফ চৌধুরী, কবি আবিদ আনোয়ার এবং অনুবাদক খালিকুজ্জামান ইলিয়াস।
পুরস্কার হিসেবে আজীবন সম্মাননায় দেওয়া হয় পাঁচ লাখ টাকার চেক, ক্রেস্ট ও সম্মাননা স্মারক। প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ এবং কবিতা ও কথাসাহিত্য বিভাগে দুই লাখ টাকা করে; আর তরুণ সাহিত্যিক শ্রেণিতে পুরস্কার ছিল এক লাখ টাকা। সবাইকে শুরুতে উত্তরীয় পরিয়ে দেন অতিথিরা। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেকের ওপর সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখানো হয়।
অতিথিরা যা বললেন
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, দর্শন, বিজ্ঞান, সাহিত্য ও শিল্পকলায় আমাদের আরও উন্নতি করার সুযোগ আছে। সে জন্য আমাদের দরকার রাজনৈতিক জাগরণ। তবে তেমন জাগরণের কোনো লক্ষণ আমরা এখনও দেখতে পাচ্ছি না।
তিনি আরও বলেন, এ জাতির মুক্তির জন্য দক্ষ চিন্তক দরকার। চিন্তাই মানুষকে মুক্তি দেয়। আজ যারা পুরস্কৃত হলেন, তারা এই দেশ, সমাজ, মানুষকে নিয়ে চিন্তা করেছেন। তিনি বলেন, পুরস্কার লেখকদের অনুপ্রাণিত করে। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কারপ্রাপ্তির পর আরও সমৃদ্ধ লেখা লিখেছেন। আজকের লেখক, কবি, সাহিত্যিকদেরও স্বদেশপ্রেম ও বিশ্বপ্রেম নিয়ে মানুষের পাশে থাকতে হবে।
হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ বলেন, এই সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়। এটি আমাদের সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে একটি শুভ উদ্যোগ। ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার যারা পেলেন তারা সত্যিকারের মূল্যায়নের ভিত্তিতে তা পেয়েছেন। এ প্রাপ্তি গৌরবের এবং ভবিষ্যতের জন্য অনুপ্রেরণার।
এ আয়োজনে সঙ্গে থাকায় ব্র্যাক ব্যাংককে ধন্যবাদ জানিয়ে এ. কে. আজাদ বলেন, একটি আর্থিক প্রতিষ্ঠান যখন শিল্প-সাহিত্যের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করে, তা সমাজে সুস্থতা ও ভারসাম্যের বার্তা বয়ে আনে। ব্র্যাক ব্যাংক এ দায়িত্ব বরাবরই পালন করে চলেছে। তিনি বলেন, সমকাল বরাবরই বাংলাদেশে শিল্প ও সাহিত্যচর্চার একটি শক্ত ভিত রচনা করে এসেছে। আশা করি, আগামী দিনেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মঈনউদ্দীন আহমেদ বলেন, এই সাহিত্য পুরস্কার এখন দেশের সাহিত্যচর্চায় একটি মর্যাদার প্রতীক। তরুণ লেখকদের জন্য এটি যেমন প্রেরণা, পাঠকদের জন্যও তেমনি রুচিশীল পঠনের এক অনন্য দ্বার। আমরা গর্বিত এই উদ্যোগের অংশ হতে পেরে।
ফয়জুল লতিফ চৌধুরী বলেন, বিচারক হিসেবে এক মাসের মধ্য সব বই পড়ে বিচার করাটা খুব কঠিন। তবে অসম্ভব নয়। তিনি ভালো বই লেখা ও প্রকাশের ওপর গুরুত্ব দেন।
সভাপতির বক্তব্যে সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী বলেন, পত্রিকা হিসেবে সমকাল সাহিত্যের সঙ্গে তার যুগল পথচলা অব্যাহত রাখবে। সংবাদপত্র যেমন সমাজের কথা বলে; সাহিত্যও তাই। তিনি আশা করেন, এই সাহিত্য পুরস্কার দেশের সাহিত্য জগতের গতিপথকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে।
অনুষ্ঠানে বিশিষ্টজন
সংবাদসূত্র : দৈনিক সমকাল