Site icon তীরন্দাজ

আবদুল রাজাক গুরনার সঙ্গে মাসুদুজ্জামান | ভিডিও সাক্ষাৎকার

২০২২ সালের ডিসেম্বরে ঢাকা লিট ফেস্টে এসেছিলেন আবদুল রাজাক গুরনা। গুরনা নোবেল পাওয়ার পর আমি তাঁর উপর দুটি লেখা লিখেছিলাম। পরে তাঁর দুটি উপন্যাস পড়ি। হঠাৎ করে লিট ফেস্টে একটি দৈনিক পত্রিকার পক্ষ থেকে আমি তাঁর সাক্ষাৎকার গ্রহণ করি। দেখুন সাক্ষাৎকারটি।

Exit mobile version